সিজেকেএস বাস্কেটবল লিগে অংশগ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম সেন্ট প্ল্যাসিড’স স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন ওল্ড্ প্লাসিডিয়ানস্ এসোসিয়েশন (ওপিএ) ক্লাবের পুরুষ ও মহিলা টিমের খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য জার্সি ও অফিসিয়াল টি-সার্ট উন্মোচন করা হয়েছে।
গত ২৫ মে বুধবার ওল্ড্ প্লাসিডিয়ানস্ এসোসিয়েশন (ওপিএ) অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে এ জার্সি উন্মোচন করেন ওপিএ কার্যকরী পরিষদের সভাপতি এবং সিজেকেএস ইভেন্টস আহবায়ক ওপিএন ইঞ্জিঃ আবু মো. রাশেদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ওপিএন আবু মো. সাজেদ চৌ:, পৃষ্ঠপোষক ওপিএন তানসির তৈমুর মোর্শেদ, ওপিএর স্পোর্টস ইভেন্টস আহবায়ক ওপিএন সাফফাত বিন আমিন, যুগ্ম আহবায়ক ওপিএন সাইদুল আযম খাঁন, ওপিএর কোষাধ্যক্ষ কলিন ডায়েস, যুগ্ম সম্পাদক ওপিএন ইরফান কাদরী, সদস্য ওপিএন আবু সাইয়িদ চৌ:, ওপিএন রাহাত রহমান দোভাষ, ওএলএস স্ট্যান্ডিং কমিটির কোষাধ্যক্ষ ওপিএন মোহাম্মদ আনিছ উল্লাহ ওপিএন জুয়েল রহমান প্রমুখ।