চারটি বাংলাদেশি অরিজিনাল ওয়েব ফিল্ম নিয়ে আসছে ওভার দ্য টপ প্লাটফর্ম জি ফাইভ। এর মধ্যে ৯ নভেম্বর মুক্তি পাচ্ছে ডার্ক কমেডি থ্রিলার ধাঁচের চলচ্চিত্র ‘মাইনকার চিপায়’। এটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক আবরার আতহার। এতে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন তিন অভিনেতা আফরান নিশো, শ্যামল মাওলা ও শরিফুল রাজ। খবর বিডিনিউজের।
আরেক ওয়েব ফিল্ম ‘যদি, কিন্তু, তবুও…’-এর শ্যুটিং শুরু হয়েছে গতকাল থেকে। নির্মাতা শিহাব শাহিনের পরিচালনায় রোমান্টিক কমেডি ধাঁচের এই ওয়েব ফিল্মে অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ফারিয়া। অনম বিশ্বাসের ওয়েব ফিল্ম ‘হোয়াট দ্য ফ্রাই?’-এ অভিনয় করেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মীম।
এর বাইরে তানিম নূর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’-এ অভিনয় করবেন আরিফিন শুভ, জাকিয়া বারি মম, চঞ্চল চৌধুরী ও ইরেশ যাকের। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন পার্থ সরকার। এশিয়াটিকের কন্টেন্ট এজেন্সি গুড কোম্পানি লিমিটেডের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে এ ওয়েব ফিল এবং সিরিজগুলো প্রযোজনা করবে জি ফাইভ।
জি৫ (যী-ফাইভ) গ্লোবালের চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ মঙ্গলবার এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন। অনুষ্ঠানে ‘মাইনকার চিপায়’ ফিল্মের ট্রেইলার প্রদর্শিত হয়। জি ইন্টারন্যাশনালের ডিজিটাল বিজনেস অ্যান্ড প্লাটফর্মসের প্রেসিডেন্ট অমিত গোয়েনকা বলেন, আমাদের এ বছরের এজেন্ডায় শীর্ষে রয়েছে স্থানীয় কন্টেন্টে বিনিয়োগ করে বিশ্ব পরিসরে সংযুক্ত করা এবং দৃঢ় স্থানীয় অংশীদারিত্ব গড়ে তোলা। বাংলাদেশের বাজার আমাদের কাছে অগ্রগণ্য। এখানে কাজ শুরু করতে পেরে আমরা খুবই খুশি। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশে কাজ করার যে লক্ষ্য আমাদের রয়েছে এটি তার প্রথম পদক্ষেপ।