ওজিএসবি এবং বিএমএ চট্টগ্রামের মানববন্ধন

ঢাকায় দুই ডাক্তারকে গ্রেপ্তারের প্রতিবাদ

| শুক্রবার , ২৩ জুন, ২০২৩ at ৯:৩১ পূর্বাহ্ণ

ঢাকা সেন্ট্রাল হাসপাতালে রোগীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে আটক দুই চিকিৎসক ডা. শাহজাদী এবং ডা. মুনাকে গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকে ওজিএসবি এবং বিএমএ চট্টগ্রাম শাখা যৌথভাবে এ মানববন্ধন সমাবেশের আয়োজন করে।

ওজিএসবি চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. কামরুন নেসা রুনার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহেনা আক্তার, বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা ফয়সল ইকবাল চৌধুরী, ওজিএসবি চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শর্মিলা বড়ুয়া, বিএমএ চট্টগ্রাম শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা মোহাম্মদ শরীফ। কোনো প্রকার তদন্ত বা প্রমাণ ছাড়াই দুই চিকিৎসককে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ পেনাল কোডের ৮৮ এবং ৮৯ নং ধারা অনুযায়ী দুই চিকিৎসককে গ্রেফতার সম্পূর্ণ ভিত্তিহীন। বিনা তদন্তে শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে চিকিৎসকদের এভাবে হয়রানি করা হলে তা চিকিৎসা ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব সৃষ্টি করবে। সমাবেশ থেকে অবিলম্বে দুই চিকিৎসকের মুক্তি দাবি এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোরবানির গরুর গাড়ি নিরাপদে পৌঁছাতে নজর রাখবে হাইওয়ে পুলিশ
পরবর্তী নিবন্ধচবি ওশানোগ্রাফি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা