নগরীতে বিএসটিআইয়ের মামলায় একটি পেট্রোল পাম্পের ব্যবস্থাপক অনল দাশকে (২৮) লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালত শুনানি শেষে এ জরিমানা করেন। এছাড়াও অনাদায়ে আসামিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আদালত সূত্র জানায়, গত বছরের ১৫ সেপ্টেম্বর নগরীর স্ট্যান্ড রোডের এম কিউ চৌধুরী এন্ড সন্সের ব্যবস্থাপক অনল দাশের বিরুদ্ধে মামলাটি করেন বিএসটিআই পরিদর্শক মো. মুকুল মৃধা। তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ডিজেলের ২টি ও অকটেনের ১টি ডিসপেন্সিং ইউনিট ব্যবহারের মাধ্যমে ওজনে কম দেয়ার অভিযোগ উঠে। বিএসটিআইয়ের অভিযানে বিষয়টি ধরা পড়লে এ ঘটনায় পরে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ২৯ ধারা লঙ্ঘিত হওয়ায় আইনের ৪৬ ধারায় মামলা হয়।