ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের বড় দারোগাহাট এবং কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজায় স্থাপিত ওজন নিয়ন্ত্রণ স্কেলের মাধ্যমে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যকে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে অভিযোগ করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, দেশের আর কোনো মহাসড়কে ওজন স্কেল নেই। মহাসড়কের সুরক্ষায় যদি ওজন স্কেল বসানো হয়, তাহলে বাকি মহাসড়কগুলোতে কেন বসানো হয়নি সরকারের ঊর্ধ্বতন মহলের কাছে সেই প্রশ্ন রাখছেন ব্যবসায়ীরা। ওজন নিয়ন্ত্রণ স্কেলের কারণে চট্টগ্রামের বৃহৎ পাইকারি বাজার চাক্তাই খাতুনগঞ্জের ব্যবসা বাণিজ্যও নিয়ন্ত্রণ হারাচ্ছে। চট্টগ্রাম বন্দরে বিভিন্ন দেশ থেকে বাল্ক কেরিয়ারে আসা ৬০ থেকে ৬৫ শতাংশ পণ্য চট্টগ্রামে আনলোড না হয়ে সরাসরি নারায়ণগঞ্জে চলে যাচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। আগে চট্টগ্রাম বন্দর থেকে আমদানিকৃত পণ্য সরাসরি চাক্তাই খাতুনগঞ্জ এবং আশপাশে গুদামে রাখা হতো। তারপর সেখান থেকে সড়ক পথে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হতো এসব পণ্য। এখন পরিবহন ব্যয় কমানোর জন্য আমদানিকারকরা এখানে পণ্য আনলোড করছেন না।