ও.আর নিজাম রোড় আবাসিক এলাকা কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এমএ সালাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এমএ বাশার। এছাড়া সহসভাপতি নির্বাচিত হয়েছেন কোহিনূর কামাল, শফিকুল ইসলাম খান, সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল, মুহাম্মদ আবদুল হামিদ, সহসাধারণ সম্পাদক শাহীন দিল নেওয়াজ খান সোয়েব, মাহমুদ নেওয়াজ, আতিকুল আজম খান, কোষাধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ, সহকোষাধ্যক্ষ প্রকৌশলী রিয়াসাত মাহের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মনজুর উর রহমান খোকন, সাহিত্য ও পাঠাগার সম্পাদক জাহিদ উদ্দিন আহমেদ মিঠু, সমাজকল্যাণ ও উন্নয়ন সম্পাদক আবদুল ওয়াদুদ আরজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমএ জাহের চৌধুরী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক নওশাদ আহমেদ, মহিলাবিষয়ক সম্পাদক শাহানা বেগম, কার্যনির্বাহী সদস্য ডা. রাজীব হোসাইন, শাহাবুল হুদা রাসেল, ডা. কাজী মোহাম্মদ ইদ্রিস, খাইরুল আনাম ছুটু, নেওয়াজ মোহাম্মদ ইকবাল ইউসুফ, মোহাম্মদ ইউসুফ, শহীদ উল্লাহ কোরাইশী, আবদুল কাদের ও শিহাব শাহাবুদ্দিন নাইম। গত শনিবার এক সভায় নতুন এই কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমএ সালাম। ২০২১–২০২৪ কমিটির মেয়াদ সম্পন্ন হওয়ায় গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক এই কমিটি ঘোষণা করা হয়।
সভায় এমএ সালাম বিগত কমিটির সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমিতির কর্মকাণ্ডে তাদের সক্রিয় সহযোগিতার প্রশংসা করেন। একইসঙ্গে তিনি নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ঐক্যবদ্ধভাবে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।