চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর থেকে ৫ আগস্ট ‘অভ্যুত্থান প্রতিচ্ছবি ’ শীর্ষক সেমিনার গতকাল রোববার মেরিন সায়েন্স অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চবি সভাপতি অধ্যাপক ড. মো. আল আমিন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান চৌধুরী। উপস্থিত ছিলেন।
সেমিনার আহবায়ক কমিটির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, চাকসু এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফোরামের সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের আদর্শ। তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার মাধ্যমে আমরা আমাদের কাজকে অব্যাহত রাখতে চাই।
অধ্যাপক ড. জাহিদুর রহমান বলেন, ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে।বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, আমরা হাসিনাকে বিদায় করার জন্য লড়াই করেছি, আগামী সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে আমরা জনগণের আস্থা অর্জন করব। অনুষ্ঠানে চাকসু নির্বাচনে জাতীয়তাবাদী পরিবার থেকে নির্বাচিতদের সংবর্ধনা প্রদান করা হয় এবং ‘শহিদ জিয়াউর রহমানের চিন্তা ও দর্শন’বিষয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মহিউদ্দিন এবং চাকসু এজিএস আইয়ুবুর রহমান তৌফিক।












