ঐক্যবদ্ধ বিএনপির বিজয় হবে

ফটিকছড়িতে সরওয়ার আলমগীর

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ at ৯:৫২ পূর্বাহ্ণ

ঢাকা থেকে এলাকায় ফেরার পথে চট্টগ্রাম(ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরকে বরণ করে নিয়েছে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনতা। গতকাল বুধবার চট্টগ্রামআঞ্চলিক মহাসড়কে নাজিরহাট পুরাতন ব্রিজ এলাকায় তাকে বরণ করেন বিএনপির নেতাকর্মীরা।

জানা যায়, মনোনয়ন ঘোষণার সময় সরওয়ার আলমগীর ঢাকায় অবস্থান করছিলেন। মঙ্গলবার তিনি ফটিকছড়ির অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের সাথে সাক্ষাৎ করেন। বুধবার সকালে তিনি হেফাজতে ইসলামের সাবেক দুই আমির আল্লামা আহমদ শফি ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন। পরে ফটিকছড়ি এসে পারিবারিক কবরস্থানে জিয়ারত শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। এরপর হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ এবং মাইজভান্ডার দরবার শরীফ জিয়ারত শেষে তিনি গাড়ি বহর নিয়ে উত্তর ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করেন।

মতবিনিময় সভায় সরওয়ার আলমগীর বলেন, আমার রাজনৈতিক জীবনের যে ত্যাগ তার মূল্যায়ন আমি পেয়েছি। আমাদের ফটিকছড়ি অন্য যে ৪ জন হেভিওয়েট বিএনপি নেতা ফটিকছড়ি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদের সাথে আমার কথা হয়েছে, তারা সবাই আমার আপনজন। তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে জেতানোর আশ্বাস দিয়েছেন। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ বিএনপির জয় হবে। আমাদের নির্বাচনী প্রচারণা আজ থেকেই শুরু হলো। তিনি বলেন, কিছু গোষ্ঠী সঠিক সময়ে নির্বাচন হবে না বলে কথা ছড়াচ্ছে, আগামি ফেব্রুয়ারিতেই প্রফেসর ড. ইউনুস সরকারের জাতীয় নির্বাচন হবে বলে আন্তজার্তিক পর্যায়ে কথা দিয়েছেন, আমরা সে কথায় বিশ্বাসী এবং সঠিক সময়েই নির্বাচন হয়ে যাবে। তিনি আরো বলেন, আজকে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসার যোগ্য হয়তো আমি নই। এই ঋণ সর্বোচ্চটা দিয়ে শোধ করার চেষ্টা করবো। আমি ফটিকছড়িবাসীর উন্নয়ন করতে চাই, কাজ করতে চাই। ফটিকছড়িকে শান্তির আবাস করতে চাই।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধআমাদের লক্ষ্য একটাই, বিএনপির ৩১ দফা বাস্তবায়ন