ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের অনুষ্ঠানে সিএমপি কমিশনার

| মঙ্গলবার , ২০ সেপ্টেম্বর, ২০২২ at ৬:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার) বলেছেন, ইতিবাচক মনোভাব নিয়ে সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে হবে। তাই আমাদের সকলকেই যার যার অবস্থান থেকে মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ আগামীর পথে। গত রবিবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমি হল রুমে সার্কভুক্ত দেশগুলোর সমন্বয়ে গঠিত সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আবছার উদ্দিন অলির সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী। বিশেষ অতিথি ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি ডা. শেখ শফিউল আজম, মো. ইকবাল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজিয়া সুলতানা, লায়ন সাইফুল ইসলাম ভূঁইয়া রাসেল, লায়ন আব্দুল মান্নান।
স্বাগত বক্তব্য রাখেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল। অভিষেক উপলক্ষে বিভাগীয় কমিটির পক্ষ থেকে ত্রৈমাসিক নিউজ বুলিটিন মানবাধিকার সংবাদ প্রতিদিন প্রকাশিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, আলাউদ্দিন তাহের, কথা চৌধুরী, সামিনা সাফা চৌধুরী, প্রিয়া ভৌমিক, মিজান মোরশেদ, কাজী নুর হোসেন রুবেল, আহমেদ নুর মাসুদ, সাবরিনা সাবা। নৃত্য পরিবেশন করেন কালার্স একাডেমির সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোটারি বিশ্বব্যাপী মানবতার কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে
পরবর্তী নিবন্ধবাংলাদেশের সামপ্রদায়িক সমপ্রীতির ভূয়সী প্রশংসা থাইল্যান্ড রাষ্ট্রদূতের