ঐক্যবদ্ধ না থাকলে দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি, দেশ স্বাধীনের পরে যেভাবে স্বৈরাচার চেপে বসেছিল, ওয়ান ইলেভেনের পরে ২০০৮ সালে নির্বাচনে যেভাবে স্বৈরাচার চেপে বসেছিল, যদি জনগণকে ঠিক বুঝাতে সক্ষম না হই, তাহলে বলা যায় না বাংলাদেশে আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে। গতকাল শনিবার কুমিল্লা টাউন হল মাঠে দক্ষিণ জেলা বিএনপির দ্বি–বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। খবর বিডিনিউজের।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত ১৬ বছর বাংলাদেশে ডাকাত পড়েছিল। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সেই ডাকাতকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে; স্বৈরাচারের পতন হয়েছে। এখন আমাদেরকে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ থাকতে হবে। এমন পরিস্থিতিতে গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষার পাশাপাশি মানুষকেও রক্ষা করতে নিজে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান।
সম্মেলনে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আর উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। সালাউদ্দিন আহমেদ বলেন, যারা আজকে বলছে, ইসলামের জন্য একটি আলাদা বাঙ বসাই, দেখি ওখানে কি হয়। কারা এই স্লোগান দিচ্ছে, আপনারা বুঝে নেন। ইসলাম কোনো কোটা রাজনীতি নয়, ইসলাম কোনো রাজনৈতিক বাঙ নয়। আমরা সবাই সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাস করি। অবশ্যই অন্য ধর্মের মানুষের সাংবিধানিক অধিকারও আমরা নিশ্চিত করেছি ও করব।
রাজনীতি দিয়ে যে শক্তি ইসলামকে বিভক্ত করতে চায়, সেই শক্তিকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করার কথা জানিয়ে সালাউদ্দিন বলেন, যারা একটি কিতাব নিয়ে গ্রামে গ্রামে যাচ্ছে, জান্নাতের টিকিট নাকি তারা বিক্রি করতে চায়। যারা এই টিকিট বিক্রি করছে, তারা ধর্ম ব্যবসায়ী। একাত্তরের চেতনার মতো চব্বিশের চেতনা যেন কেউ বিক্রি করতে না পারে সেজন্য নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
সম্মেলনে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির এবং উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান বক্তব্য দেন।
সভা শেষে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটিতে জাকারিয়া তাহের সুমনকে সভাপতি এবং আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।