চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আগামী ১০ ফেব্রুয়ারির নির্বাচনের জন্য প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপিপন্থী ঐক্য পরিষদ। পাশাপাশি একটি পদ ছাড়া বাদবাকি সব পদের জন্য প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামীপন্থী সমন্বয় পরিষদও। কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে নিজেদের পরিচয় দেয়া সমমনা আইনজীবী সংসদ নির্বাচনে প্রার্থী দেবে কী না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। সংগঠনটির একটি সূত্র জানিয়েছে, বুধবার এ বিষয়ে সিদ্ধান্ত হবে। গত নির্বাচনে ২১টি পদে নির্বাচন করে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টিতে বিএনপিপন্থীরা জয় লাভ করেন। এবারের নির্বাচনে সংগঠনটি সভাপতি পদের জন্য সিনিয়র আইনজীবী আবদুস সাত্তার, সাধারণ সম্পাদকের জন্য মুহাম্মদ হাসান আলী চৌধুরী এবং সহ–সাধারণ সম্পাদক (এজিএস) পদের জন্য ফজলুল বারীকে নির্বাচিত করেছে।
অন্যদিকে গত নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক পদে জয় লাভ করতে না পারলেও সহ–সভাপতিসহ ৭টিতে জয় পেয়েছিল আওয়ামীপন্থী সমন্বয় পরিষদ। এবারের নির্বাচনে সমন্বয় পরিষদ সভাপতি পদের জন্য সাবেক মহানগর পিপি আব্দুর রশীদ ও সাধারণ সম্পাদক পদের জন্য ফখরুদ্দিন জাবেদকে নির্বাচিত করা হয়েছে। সংগঠনটির সূত্র জানিয়েছে, ২১ পদের মধ্যে ২০টিতে প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে। বাকি একটি অর্থাৎ সহ–সাধারণ সম্পাদক (এজিএস) পদের জন্য প্রার্থী আগামীকাল (আজ) চূড়ান্ত হবে। গতবারের নির্বাচনে ২১টি পদের ২০টিতে সমন্বয় ও ঐক্যের প্রার্থীরা জয় লাভ করলেও একটি পদে জয়ী হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী। সেবার নির্বাচনে প্রার্থী দেয়ার কথা ছিল সমমনা আইনজীবী সংসদের। কিন্তু পরে সেই অবস্থান থেকে সরে দাঁড়ায় সংগঠনটি।
এবারের নির্বাচনে প্রার্থী দেওয়া হবে কী না সে বিষয়ে জানতে চাইলে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল মনির চৌধুরী টিপু গতকাল দৈনিক আজাদীকে বলেন, নির্বাচনে যাওয়ার ব্যাপারে পজিটিভ এখন পর্যন্ত। তবে কোনো সিদ্ধান্ত হয়নি। আগামীকাল (আজ) সিদ্ধান্ত হবে।
২০১৯ ও ২০২০ সালে সভাপতি, সাধারণ সম্পাদক পদে এবং ২০২১ সালে শুধু সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে সমমনা আইনজীবী সংসদ। এ তিনটি নির্বাচনের একটিতেও তাদের প্রার্থী জয়ী হতে পারেনি। এরপরের তিনটি অর্থাৎ ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের নির্বাচনে সংগঠনটি আর প্রার্থী দেয়নি। ফলে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে মূলত দুটি জোটের মধ্যে। আওয়ামীপন্থী ও বিএনপিপন্থীরা জয়–পরাজয় ভাগাভাগি করেছেন। এমন অবস্থায়, এবারের আসন্ন জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সমমনা প্রার্থী দিলে ভোটযুদ্ধ হবে ত্রিমুখী।
সমিতি সূত্র জানায়, নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে তপশীল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৩ জানুয়ারি বিকাল তিনটার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে হবে।