এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি থেকে সরে গেলে বাংলাদেশের সঙ্গে ইউরোপের বাণিজ্য সম্পর্কে প্রভাব পড়বে বলে যে মন্তব্য ঢাকায় জার্মান রাষ্ট্রদূত র্যুডিগার লোটৎস করেছেন, তার সঙ্গে একমত নন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গতকাল বুধবার রাষ্ট্রদূতের ওই মন্তব্যের কয়েক ঘণ্টা পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, আমি মনে করি না এই কমার্শিয়াল একটা ডিলের উপরে আমাদের সার্বিক সম্পর্ক নির্ভরশীল হবে। খবর বিডিনিউজের।
নিজ দেশের পণ্য অন্য দেশে বিক্রির জন্য কোনো রাষ্ট্রদূতের চেষ্টাকে স্বাভাবিক হিসাবে বর্ণনা করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, অবশ্যই রাষ্ট্রগুলো চেষ্টা করবে যে ব্র্যান্ড আছে সেটা যেন বাংলাদেশে বিক্রি হয়। এটা স্বাভাবিক। এটা তার দায়িত্ব। আমি মনে করি যে, তিনি তার দায়িত্ব পালন করেছেন। কিন্তু এটা আমি একেবারেই মনে করি না যে একটা কমার্শিয়াল বিষয়, যেটাতে বাংলাদেশের যেই পরিস্থিতি এবং আমাদের যেই ফ্লিট সাইজ, তাতে করে আমাদের জন্য কোনটা সুবিধা হবে সেটা আমাদের বিশেষজ্ঞরা ঠিক করবে। এটা আমার মনে হয় না যে, আমাদের বিশেষজ্ঞদের মতামতের বাইরে গিয়ে রাষ্ট্রদূত অথবা অন্যরা কী বলবেন, সেটার ভিত্তিতে একটা সিদ্ধান্ত আমরা নেব।












