এসোসিয়েশন অব এ্যালায়েন্স ক্লাব মেহেদীবাগের উদ্যোগে গতকাল সোমবার বিকেলে দেওয়ানহাট আলহাজ্ব সমদু মিয়া হাফেজিয়া এতিমখানায় মৌসুমী ফল বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন এসোসিয়েশন অব এ্যালায়েন্স ক্লাবের কেবিনেট ট্রেজারার এস এম আজিজ। প্রধান অতিথি ছিলেন এসোসিয়েশন অব এ্যালায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল ১০২৪ চট্টগ্রামের জেলা গর্ভনর লায়ন মো. জাফর উল্লাহ এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন এ্যালায়েন্সের ১ম ভাইস গভর্নর মোহাম্মদ ইলিয়াছ সিরাজী, এ্যালায়েন্সের প্রেস সেক্রেটারি এম এ আশরাফ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. জুনায়েদ হাসান প্রমুখ। প্রধান অতিথি বলেন, এতিম ছাত্রদের মাঝে মৌসুমী ফল বিতরণ করতে পেরে তৃপ্তি অনুভব করছি। আমরা চাই এই সংগঠনের দেখাদেখি অন্যরাও যেন ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে ক্ষুদ্র পরিসরে হলেও সমাজের দরিদ্র মানুষের কল্যাণে এগিয়ে আসে। শেষে সংগঠনের মেহেদীবাগের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।