এ্যামেচার মাস্টার্স ক্রিকেটের ট্রফি ও জার্সি উন্মোচন

| বৃহস্পতিবার , ২৬ অক্টোবর, ২০২৩ at ৮:১৬ পূর্বাহ্ণ

নাসিরাবাদ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় ও আম্বিয়া গ্রুপের পৃষ্ঠপোষকতায় মাস্টার্স ক্রিকেট সিজন ২ এর জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান গতকাল বুধবার নগরীর একটি রেস্টুরেন্টে সম্পন্ন হয়। ক্লাবের উপদেষ্টা সাবেক ক্রিকেটার আব্দুল হাই জাহাঙ্গীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিসিবি পরিচালক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। এরফানুল ইসলাম খান লাবুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সাবেক কৃতী খেলোয়াড় ও নাসিরাবাদ স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা প্রয়াত শহীদুল ইসলাম খোকনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনএইচটি হোল্ডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুহাম্মদ তানসির, সিজেকেএস সহসভাপতি হাফিজুর রহমান, ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য জাকির হোসেন লুলু, টুর্নামেন্ট চেয়ারম্যান ও আম্বিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাশেম রাজা। উপস্থিত ছিলেন নাসিরাবাদ স্পোর্টিং ক্লাবের সহ সভাপতি যাহেদুর রহমান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফারুক টিটু, সদস্য ইমতিয়াজ পায়েল, আইনুল কবির জিতু প্রমুখ।

টুর্নামেন্টে নয়টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে: চিটাগাং মাস্টার্স, নাইনটিন উইলোজ, চিটাগাং রয়্যালস, গোল্ডেন গ্লাভস, আগ্রাবাদ মাস্টার্স, হাক্কানী ক্রিকেট ক্লাব, চিটাগাং মাস্টার্স গোল্ড, হোয়াইট ফ্যালকন, লিজেন্ড ক্রিকেট ক্লাব। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।

গ্রুপ লিগ এর শীর্ষ চারটি দল সেমি ফাইনাল ও ফাইনাল খেলায় যোগ্যতা অর্জন করবে। এছাড়া যারা সেমিফাইনাল বা ফাইনাল খেলায় উত্তীর্ণ হবে না সে দলগুলোকে নিয়ে প্লেট কাপের খেলা হবে। আগামী ৩ নভেম্বর টুর্নামেন্ট শুরুর কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইংল্যান্ডের বিপক্ষেও নেই পান্ডিয়া
পরবর্তী নিবন্ধবাবর আজমের কঠোর সমালোচনায় পাকিস্তানের সাবেকরা