এ্যাথলেটিক্সে গোলাপ অঞ্চলের শিরোপা অক্ষুণ্ন

৫৩তম শীতকালীন ক্রীড়া আসর সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৫২ পূর্বাহ্ণ

জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৩ তম শীতকালীন ক্রীড়া আসরে যশোর ও বরিশাল শিক্ষাবোর্ড নিয়ে গঠিত গোলাপ অঞ্চল এ্যাথলেটিক্সের শিরোপা অক্ষুণ্ন রেখেছে। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার জাতীয় আসরে গোলাপ অঞ্চল সর্বমোট ২২১ পয়েন্ট পেয়ে এ শিরোপা অর্জন করে। ঢাকা ও ময়মনসিংহ শিক্ষাবোর্ড নিয়ে গঠিত পদ্ম অঞ্চল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। এ অঞ্চলের অর্জিত পয়েন্ট ১৮৬। অন্যদিকে, রাজশাহীতে অনুষ্ঠিত গত আসরের রানার্স আপ দল রাজশাহী ও দিনাজপুর শিক্ষাবোর্ড নিয়ে গঠিত চাঁপা অঞ্চল তৃতীয় এবং কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট বোর্ড নিয়ে গঠিত বকুল অঞ্চল যথারীতি চতুর্থ স্থান অর্জন করে। এ্যাথলেটিক্স ট্র্যাকে গোলাপ ও পদ্ম অঞ্চলের ক্রীড়াবিদদের হাড্ডাহাডি লড়াইয়ের পর বালক বড় গ্রুপে গোলাপ অঞ্চলের কুষ্টিয়া জেলার কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো. রোহান মন্ডল, পদ্ম অঞ্চলের ঢাকা জেলার আলহাজ্ব জাফর বেপারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শেখ পারভেজ, বালক মধ্যম গ্রুপের পদ্ম অঞ্চলের জামালপুর জেলার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. ইয়াকুব, বালিকা বড় গ্রুপে পদ্ম অঞ্চলের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী সাহিনুর আক্তার, চাঁপা অঞ্চলের কুড়িগ্রাম বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী আদিলা আক্তার আনিকা, বালিকা মধ্যম গ্রুপে গোলাপ অঞ্চলের নড়াইল জেলার লোহাগড়া পাইলট বিদ্যালয়ের শিক্ষার্থী স্নিগ্ধা বিশ্বাস ও বকুল অঞ্চলের হবিগঞ্জ জেলার আলী ইদ্রিস হাইস্কুলের শিক্ষার্থী জলি আক্তার যথাক্রমে ব্যক্তিগত চ্যাম্পিয়ন ও রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। এবারের আসরে ক্রিকেট বালক গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে গোলাপ অঞ্চলের খুলনা গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় লিগ পদ্ধতিতে তিন ম্যাচ জিতে সর্বাধিক ৯ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হয়েছে। এ গ্রুপে রানার্স আপ হয়েছে বকুল অঞ্চলের সিলেট শহরের শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল। তারা অর্জন করে ৪ পয়েন্ট। সাইক্লিং বালক গ্রুপে গোলাপ অঞ্চলের খুলনা কালেক্টরেট পাবলিক স্কুলের ছাত্র মো. আবিদ হাসান ও চাঁপা অঞ্চলের লালমনিরহাট জেলার বত্রিশ হাজারী বিদ্যালয়ের ছাত্র মৃদুল হাসান, বালিকা গ্রুপে গোলাপ অঞ্চলের যশোর জেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী প্রিয়া খাতুন ও পদ্ম অঞ্চলের টাঙ্গাইল জেলার বিন্যফৈর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সামির আক্তার যথাক্রমে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়।

৬ দিনব্যাপী জাতীয় ক্রীড়া আসর শেষে গতকাল বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খান প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেণ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল মান্নান, বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী, মাউশি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাউশি শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক ও সমিতির সম্পাদক মো. শহিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর ড. এ কে এম সামছু উদ্দিন আজাদ, চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মোজাহেদুল ইসলামসহ অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে গেল
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা অপরাজিত বিভাগীয় চ্যাম্পিয়ন