এসো বৈশাখ জাহাঙ্গীর চৌধুরী | বুধবার , ১৬ এপ্রিল, ২০২৫ at ৮:১৪ পূর্বাহ্ণ বাঙালিদের প্রাণের উৎসব বৈশাখ মাসের মেলা। পান্তা ইলিশ খেয়ে সেদিন কাটিয়ে দেয় বেলা। পুরাতন সব হিসেব–নিকেশ হালখাতায় হয় নিঃশেষ বৈশাখ হলো কর আদায়ের মাসের মধ্যে বিশেষ। এসো বৈশাখ এসো ধরায় খুশির জোয়ার তুলে। জরাজীর্ণ ফেলে আমরা অতীত যাব ভুলে।