বিজয় দেখেছি আগুন ঝরানো
ফাগুনের সেই দিনে
বিজয় চিনেছি সমুখ সমরে
রক্তের দামে কিনে।
বিজয় এসেছে মেঠো পথ মাঠে
সবুজের রঙে হেসে
বিজয়ের ফুল রক্তের স্রোতে
ফুটেছে বাংলাদেশে।
রাখালের বাঁশি খোকার হাসিতে
শুনি আজো প্রতিদিন
আমার বিজয় চির অক্ষয়
চিরদিন অমলিন।
সেই দিন ভেবে মনে ওঠে ঝড়
বুক কাঁপে থরথর
বিজয়ের দিন ডাক দিয়ে যায়
এসেছে ডিসেম্বর।