এসিআইকে কোটি টাকা জরিমানা

হ্যান্ড স্যানিটাইজারে মিথানল

| মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২০ at ৪:৪০ পূর্বাহ্ণ

এসিআইয়ের হ্যান্ড স্যানিটাইজারে বিষাক্ত মিথানলের উপস্থিতি পাওয়ায় ওই কোম্পানিকে এক কোটি টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মিথানল মিশ্রিত হ্যান্ড স্যানিটাইজার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে এসিআইকে।
র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, রোববার রাতে মিরপুর-১ নম্বরের ঈদগাহ মাঠের পাশে এসিআইয়ের ডিপোতে অভিযান চালিয়ে তিনটি ব্যাচে আনুমানিক ৩৫ হাজার ‘স্যাভলন হ্যান্ড স্যানিটাইজারে’ মিথানলের উপস্থিতি পান তারা। অভিযানে ওই ডিপোতে থাকা ২০ হাজার হ্যান্ড স্যানিটাইজার ধ্বংস করা হয়েছে। বাকি যা আছে, ৪৮ ঘণ্টার মধ্যে বাজার থেকে প্রত্যাহার করতে বলা হয়েছে। ওই নির্দেশনার ভিত্তিতে এসিআই ইতোমধ্যে বাজার থেকে ওই তিনটি ব্যাচের স্যাভলন হ্যান্ড স্যানিটাইজার প্রত্যাহার করে নিতে শুরু করেছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। খবর বিডিনিউজের।
এর আগে গত ৪ অক্টোবর গাজীপুরে এসিআইয়ের একটি ডিপোতে অভিযান চালিয়েও স্যাভলন হ্যান্ড স্যানিটাইজারে মিথানল পেয়েছিল র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সারওয়ার আলম বলেন, ওই কোম্পানির অন্য কোনো প্রডাক্টে সমস্যা নেই। তারা বলেছে, পুরান ঢাকা থেকে কাঁচামাল কেনার সময় ভুলবশত মিথানলের একটি ড্রাম থেকে এই ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে সরাসরি এসিআই লিমিটেডের কারও বক্তব্য জানা সম্ভব হয়নি।

পূর্ববর্তী নিবন্ধধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরো ৯০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১