‘হৃদয়ে ৯০–গালা নাইট’ শিরোনামে এসএসসি ১৯৯০ ব্যাচের এক বর্ণাঢ্য পুনর্মিলনী গত বৃহস্পতিবার চট্টগ্রাম ক্লাবের পুল লাউঞ্জে অনুষ্ঠিত হয়েছে। দুপুর আড়াইটায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আহ্বায়ক মোহাম্মদ জাফরের সভাপতিত্বে এবং এডমিন শহিদ উল্লাহ ও সাবিনা ইয়াসমিনের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী ওসি পারভেজ আহমেদ ও দিলরুবা খানম সুইটি।
অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও কক্সবাজার, রাঙামাটি, কুমিল্লা, ফেনী ও চাঁদপুরসহ বিভিন্ন জেলা থেকে এসএসসি ৯০ ব্যাচের সহস্রাধিক বন্ধু অংশ নেন। পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ক্লাবের সহসভাপতি আল সাদাত দোভাস, শিক্ষাবিদ ড. কামাল উদ্দিন, কামরুল হাসান এফসিএ, কর্নেল তাহের, ওসি কামরুল হাসান শিপন, মাকসুদ চৌধুরী, মোহাম্মদ আলাউদ্দিন, মেহরাজ উদ্দিন, দিদার নুর, শাহাবউদ্দিন চৌধুরী, আলপনা চক্রবর্তী, মিনাক্ষী দাস, শাহানা আক্তার লিপি, জাহাঙ্গীর আলম ও মাহবুব পলাশসহ অনেকে।
এডভোকেট নুরুল আলমের তত্ত্বাবধানে আয়োজিত সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন বদরুল হাসান, জিকো বড়ুয়া, প্রিয়াংকা বড়ুয়া, রানা আহমেদ, মিতুল হক, ইশতিয়াক আহমেদ, মাহবুব আজাদ, বদিউল আলম ও চামেলী রহমান।
কবিতা আবৃত্তি করেন কবি ও সাংবাদিক মাহবুব পলাশসহ ব্যাচের কয়েকজন সদস্য। স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজের মধ্য দিয়ে দিনব্যাপী এই পুনর্মিলনী অনুষ্ঠান শেষ হয়।












