এসএসসি-৮৫ চট্টগ্রামের যাত্রা শুরু

| রবিবার , ১৭ জুলাই, ২০২২ at ১০:৩০ পূর্বাহ্ণ

শপথ গ্রহনের মাধ্যমে যাত্রা শুরু করল এসএসসি-৮৫ চট্টগ্রাম। গত ১৫ জুলাই স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক মো. হামিদ হোসেন। নব-নির্বাচিত কমিটিকে পরিচয় করিয়ে দেন যুগ্ম আহ্বায়ক মো. সালাউদ্দিন সালু। আহ্বায়ক জি. এ. রায়হান নব-গঠিত কমিটির সদস্যদেরকে শপথবাক্য পাঠ করান।

নব-নির্বাচিত সভাপতি ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান তার বক্তব্যে বলেন, ৮৫ সালে এসএসসিতে অংশগ্রহনকারী বন্ধুদের নিয়ে গঠিত এই ক্লাব বন্ধুদের কল্যানে ও বন্ধুদের সম্পর্ককে আরো সুদৃঢ় করে সামনে এগিয়ে যেতে কাজ করে যাবে। তিনি এই ক্লাব পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন। সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য আশরাফ মাহমুদ। মনোয়ারা বেগম মনি এবং আঞ্জুমান আরা বেগম ম্যাগনেট। এরপর কেক কেটে অভিষেক অনুষ্ঠান উদযাপন করা হয়। বিচিত্র সেন, নন্দিতা চক্রবর্তী এবং শামছুল কবির লিটনের সঞ্চালনায় অনুভূতি প্রকাশ করেন ক্যাপ্টেন জামান সেলিম, লায়ন বিজয় শেখর দাস, ক্যাপ্টেন আনোয়ারুল আজিম, এনসেলম এল মার্টিন, মনিরুজ্জামান কমল, মো. আলমগীর হোসেন, নাজু নাজমা, উরমিলা, পিংকু দাশ, মনোয়ারা বেগম মনি, আঞ্জুমান আরা বেগম ম্যাগনেট, মামুন আনসারী, আবদুর রউফ, বকুল ভূইয়া, আবু তৈয়ব, ইঞ্জিনিয়ার মোরশেদ, চৌধুরী কে.এন.এম রিয়াদ, আলী নওশাদ, শাসসুল কবির লিটন প্রমুখ। এতে ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খানকে সভাপতি এবং মো. জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএসএসসি ৯০ ব্যাচের বর্ষা সম্মিলন
পরবর্তী নিবন্ধধর্মীয় প্রতিষ্ঠানে এমপি দিদারের অনুদান প্রদান