চট্টগ্রামে পরীক্ষার্থী বেড়েছে ১৭ হাজার

এসএসসি ।। বাড়তে পারে অংশ নেয়া শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্রের সংখ্যা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৮ অক্টোবর, ২০২১ at ৬:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এবারের (২০২১ সালের) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ১ লাখ ৬১ হাজার ১৩৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষার্থীর এই সংখ্যা গত বছরের (২০২০ সালের) তুলনায় ১৭ হাজার ৪৮ জন বেশি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় চট্টগ্রামে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪৪ হাজার ৯০ জন। চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে এ তথ্য পাওয়া গেছে। গতবছর নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হলেও করোনা সংক্রমণের কারণে এ বছর তা হয়নি। করোনার কারণে নির্ধারিত সময়ের প্রায় ৮ মাস পর এবারের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তাও সবকয়টি বিষয়ে পরীক্ষা নেয়া হচ্ছে না। তিনটি বিষয়ে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে এবার। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরুর কথা রয়েছে। চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে প্রাপ্ত তথ্যে দেখা যায়, এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা বেশি। ৮৫ হাজার ৮৮০ জন ছাত্রী এবারের এসএসসিতে অংশ নিচ্ছে। আর ছাত্র অংশ নিচ্ছে ৭৫ হাজার ২৫৮ জন। সামপ্রতিক বছরগুলোতেও ছাত্রের তুলনায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি ছিল চট্টগ্রামে। গতবছর অংশ নেয়া পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা ছিল ৭৮ হাজার ২৮৫ জন। আর ছাত্র অংশ নেয় ৬৫ হাজার ৮০৫ জন।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এবার মোট পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিচ্ছে ৩১ হাজার ৭৭ জন। গতবার এ সংখ্যা ছিল ৩০ হাজার ২৬৮ জন। মানবিক বিভাগ থেকে এবার অংশ নিচ্ছে ৬৫ হাজার ২৫৫ জন। গতবার এ বিভাগ থেকে অংশ নেয় ৫২ হাজার ৪৫৬ জন। আর ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এবার পরীক্ষার্থীর সংখ্যা ৬৪ হাজার ৮০৬ জন। বিভাগটি থেকে গতবার অংশ নেয় ৬১ হাজার ৩৬৬ জন।
গতবার মোট ১ হাজার ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৯৬টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এবার অংশ নেয়া শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্রের সংখ্যা সামান্য বাড়তে পারে বলে বোর্ড সংশ্লিষ্টরা জানিয়েছেন। পরীক্ষা গ্রহণের সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ। প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১ নভেম্বর সকালে সকল কেন্দ্র সচিবদের নিয়ে বোর্ড মিলনায়তনে মতবিনিময় সভা আহ্বান করা হয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধগোল্ডেন শীপ ব্রেকিংয়ের ১২ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পরবর্তী নিবন্ধএসএসসি শুরু ১৪ নভেম্বর, পরীক্ষা তিন বিষয়ে