চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশের ব্যবস্থাপনায় ইকুইটি মেয়র কাপ অনূর্ধ্ব–১৪ ক্রিকেট টুর্নামেন্টে গতকাল মঙ্গলবার উদিয়মান ক্রিকেট একাডেমি এবং ইস্পাহানি ক্রিকেট একাডেমি নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন বাকলিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় উদিয়মান ক্রিকেট একাডেমি ৮ উইকেটে এ জে ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। আগে ব্যাট করে এ জে ক্রিকেট একাডেমি ৮ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে। জবাবে উদিয়মান ক্রিকেট একাডেমি ২ উইকেট হারিয়ে ১০১ রান তুলে নেয়। ম্যান অব দ্যা ম্যাচ উদিয়মান ক্রিকেট একাডেমির আতিকুর রহমানের হাতে পুরস্কার তুলে দেন সিটি করপোরেশন খেলোয়াড় রনি চৌধুরী। দিনের দ্বিতীয় খেলায় ইস্পাহানি ক্রিকেট একাডেমি ৪ উইকেটে জেসিটিএ গ্রিন ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। আগে ব্যাট করে জেসিটিএ গ্রিন একাডেমি ৯ উইকেট হারিয়ে ৯০ রান সংগ্রহ করে। জবাবে ইস্পাহানি ক্রিকেট একাডেমি ১৮.৩ বলে ৬ উইকেট হারিয়ে ৯১ রান তুলে নেয়। ইস্পাহানি ক্রিকেট একাডেমির সাকিনের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন চট্টগ্রাম কর্পোরেশনের খেলোয়াড় আশরাফুল ইসলাম।