এসএম সাজেদুল ইসলাম

| বুধবার , ১৬ এপ্রিল, ২০২৫ at ৮:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি)’র ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও বিজিএমইএ’র প্রাক্তন ইসি সদস্য এসএম সাজেদুল ইসলাম (৭০) গত ১৩ এপ্রিল রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি রাজিউন)। তিনি স্ত্রী, পুত্র, কন্যাসহ অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন। সাজেদুল ইসলাম সিবিইউএফটি’র সিইও হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিজিএমইএ’র প্রতিষ্ঠাকালীন সময় থেকেও তিনি পোশাক শিল্পের বিকাশ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। গত সোমবার নামাজে জানাজা শেষে কুমিল্লার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধসংগীতশিল্পী মঈনউদ্দীন রাজন
পরবর্তী নিবন্ধহংকংয়ে প্রেম, ফেনীতে এনে বিদেশি নারীকে ধর্ষণের অভিযোগ