চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি)’র ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও বিজিএমইএ’র প্রাক্তন ইসি সদস্য এসএম সাজেদুল ইসলাম (৭০) গত ১৩ এপ্রিল রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি রাজিউন)। তিনি স্ত্রী, পুত্র, কন্যাসহ অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন। সাজেদুল ইসলাম সিবিইউএফটি’র সিইও হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিজিএমইএ’র প্রতিষ্ঠাকালীন সময় থেকেও তিনি পোশাক শিল্পের বিকাশ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। গত সোমবার নামাজে জানাজা শেষে কুমিল্লার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি