চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে গতকাল রবিবার মুক্তিযুদ্ধের সংগঠক কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এস এম ইউসুফের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মূলধারা-৭১-এর উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়। উত্তর জেলা আ.লীগের সহ সভাপতি অধ্যাপক মঈনুদ্দিনের সভাপতিত্বে এবং মহানগর আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম চৌধুরীর সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। বক্তব্য রাখেন মহানগর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, জাসদের কেন্দ্রীয় নেতা ইন্দুনন্দন দত্ত, আবু তাহের মাসুদ, আনোয়ারুল আজিম, মাহাফুজুর রহমান খান, শফিকুল হাছান, আবদুল মান্নান, প্রদীপ কুমার দাশ, রাশেদ মনোয়ার, এডভোকেট মুজিবুল হক, সাইফুদ্দীন রবি, মাহাফুজুর রহমান মেরু, ইদ্রিস, দিপাংকর চৌধুরী কাজল, কিরণ লাল আচায্য, রাজেশ ইমরান, সায়েম প্রমুখ। সভায় বক্তারা বলেন, এসএম ইউসুফের জীবন থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।