এসএ টি-টোয়েন্টির নিলামের সংক্ষিপ্ত তালিকায় হাসান-সাইফ

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:৩২ পূর্বাহ্ণ

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টিটোয়েন্টির নিলামের সংক্ষিপ্ত তালিকায় আছেন বাংলাদেশের দুই ক্রিকেটার হাসান মাহমুদ ও মোহাম্মদ সাইফ উদ্দিন। কেপটাউনে আগামী ১ অক্টোবর হবে এসএ টিটোয়েন্টির তৃতীয় আসরের নিলাম। এর সপ্তাহখানেক আগে ১৪ দেশের ১৮৮ জন ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আয়োজকরা। মধ্যবর্তী এই নিলামে অংশ নেওয়ার জন্য প্রাথমিকভাবে আগ্রহী ক্রিকেটারের সংখ্যা ছিল ছয়শর বেশি। যাচাইবাছাই করে শেষ পর্যন্ত ৭৩ বিদেশি ও ১১৫ জন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হয়েছে। এক লাখ ৭৫ হাজার দক্ষিণ আফ্রিকান র‌্যান্ড ভিত্তিমূল্যে এই তালিকায় জায়গা করে নিয়েছেন সাইফ উদ্দিন। আর হাসানের ভিত্তিমূল্য ধরা হয়েছে চার লাখ ২৫ হাজার র‌্যান্ড। এবারের নিলাম থেকে সব মিলিয়ে সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটার দল পেতে পারেন। টুর্নামেন্টে অংশ নেওয়া ৬ দলের কোনোটিই সবশেষ আসর থেকে নিজেদের দলে বড়সড় কোনো পরিবর্তন আনছে না। হাসান ও সাইফ নিলামে দল পেলেও তাদের খেলা নিয়ে থেকে যাবে অনিশ্চয়তা। আগামী জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে এসএ টিটোয়েন্টি। আর এ বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে বিপিএল শুরুর আভাস দিয়ে রেখেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। নিজ দেশের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ ছেড়ে হাসান ও সাইফের দক্ষিণ আফ্রিকার টুর্নামেন্টে খেলতে যাওয়ার অনাপত্তিপত্র পাওয়া তাই একরকম অসম্ভবই বলা চলে।

পূর্ববর্তী নিবন্ধন্যাশনাল গ্রামার স্কুলে ক্রাফট প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধচ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডেকেও বিদায় বলতে চান সাকিব