চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স আয়োজিত স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী কাপ অনূর্ধ্ব-১৫ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ২টি খেলা গতকাল ১৫ জানুয়ারী শনিবার শহীদ শামসুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় এস এস ক্রিকেট একাডেমি ৩৯ রানে চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (সবুজ) দলকে হারায়। টসে জিতে এস এস ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে তারা ১২৪ রান সংগ্রহ করে। আবিদ দাশ সর্বোচ্চ ৩৭ রান করেন। চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (সবুজ) দলের পক্ষে শাহরিয়ার প্রিয়ম ৩০ রানের বিনিময়ে ২টি উইকেট পান। জবাবে চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (সবুজ) দল সবকটি উইকেট হারিয়ে ৮৫ রান করে। দলের নোবায়েত সর্বোচ্চ ১৯ রান করেন। সুমন মিয়া ৩টি উইকেট পান।

এস এস ক্রিকেট একাডেমির আবিদ দাশ ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে তার হাতে ম্যান অব দি ম্যাচ পুরস্কার তুলে দেন সিজেকেএস আম্পায়ার মঈনুদ্দিন রিপন। দিনের দ্বিতীয় খেলায় ব্রাদার্স ক্রিকেট একাডেমি ৪৫ রানে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট একাডেমিকে হারিয়েছে। টসে জিতে ব্রাদার্স ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৩২ রান করে। ইসতি সর্বোচ্চ ৫৭ রান করেন। জবাবে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট একাডেমি সবকটি উইকেটের বিনিময়ে ৮৫ রান করে অলআউট হয়। দলের আবদুল্লাহ নোমান সর্বোচ্চ ১৬ রান করেন। ব্রাদার্স ক্রিকেট একাডেমির আহন ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। ব্রাদার্স ক্রিকেট একাডেমির সিনিয়র কোচ মো. আমিনুল হক খেলা শেষে ম্যান অব দি ম্যাচের পুরস্কার প্রদান করেন।
আজকের প্রথম খেলা সকাল ৯টায় চিটাগং ক্রিকেট একাডেমি বনাম ব্রাইট ক্রিকেট একাডেমি, দ্বিতীয় খেলা বেলা ১ টায় সিপিএসসি (লাল) বনাম আফতাব আহমেদ ক্রিকেট একাডেমির মধ্যে অনুষ্ঠিত হবে।












