আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ১ হাজার ১৪ বিঘা জমি জব্দ করার আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেয়।
আদালতের এ আদেশের কথা সংবাদমাধ্যমে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। তিনি বলেন, প্রায় ৫৫৯ কোটি টাকা মূল্যের এসব জমি জব্দের আবেদনটি করেন দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক। যুক্তি হিসেবে আবেদনে বলা হয়, সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির আগে এসব সম্পদ হস্তান্তর হয়ে গেলে তা উদ্ধার করা কঠিন হয়ে পড়বে। এজন্য এসব সম্পদ জব্দের আদেশ দেওয়া প্রয়োজন। খবর বিডিনিউজের।
এর আগে গত ২৩ এপ্রিল এস আলম এবং তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ঢাকা ও চট্টগ্রামের প্রায় ১৬০ একর জমি জব্দের আদেশ দেয় আদালত। এর ছয় দিন আগে ১৭ এপ্রিল আসে ১৩৬০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ওই সরকারের কাছ থেকে সুবিধা পাওয়া ব্যবসায়ীদের বিরুদ্ধে অর্থ পাচারসহ দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক, যার মধ্যে অন্যতম এস আলম গ্রুপ। চট্টগ্রামভিত্তিক এ গ্রুপের চেয়ারম্যান এস আলমের বিরুদ্ধে ব্যাংক খাতে অনিয়ম, টাকা পাচার, আয়কর ফাঁকির অভিযোগ তদন্ত শুরু করে সরকারের বিভিন্ন সংস্থা।