এস আলম গ্রুপের গাড়ি চড়ে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া ‘অসাবধানতা ও অনিচ্ছাকৃত ভুল’ ছিল দাবি করে দুঃখপ্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। গতকাল সোমবার দুপুরে গুলশানে নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে গত ২৮ আগস্টের ঘটনা তুলে ধরে তিনি বলেন, ‘গাড়ি সংক্রান্ত যে সংবাদটা প্রকাশিত হয়েছে, তাতে জনমনে কিছু বিভ্রান্তির সৃষ্টি হওয়া স্বাভাবিক। তারপরেও একটি পুরাতন গাড়ি আমার ছোট ভাই নিয়ে গেছে, সে খুব আনন্দিত যে আমি তার গাড়িতে আমি উঠেছি। যদি জানতাম যে, এটা কোম্পানির গাড়ি, তাহলে হয়ত আমি সাবধনতা অবলম্বন করতাম। তারপরেও আমার এই অসাবধানতা এবং এই অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি।’ খবর বিডিনিউজের।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে নিয়ে সংবাদমাধ্যমে আসা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা জানতে চিঠি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর চিঠি পাওয়ার পর সালাহউদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন। গতকাল সোমবার দুপুরে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন করে ব্যাখ্যাও দেন এ নেতা।
এস আলমের মালিকানাধীন গাড়িতে চড়ে গত ২৮ আগস্ট নিজ এলাকায় গিয়ে সংবর্ধনা নিতে যান সালাহউদ্দিন আহমেদ। কঙবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে নেতাকর্মীদের সঙ্গে গাড়ির বহর নিয়ে পেকুয়ায় যান তিনি, যার বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে বিএনপির নেতা–কর্মীরা। একটি ভিডিওতে দেখা যায়, যে গাড়িতে (এসইউভি) চড়ে সালাহউদ্দিন আহমেদ কঙবাজার থেকে পেকুয়ায় আসেন, সেটির নম্বর চট্ট মেট্রো ঘ–১১–১৫৩৩। তিনি সামনের সিটে বসে হাত নেড়ে আশপাশের লোকজনকে শুভেচ্ছা জানাচ্ছেন। পরে খোঁজ নিয়ে জানা যায়, মিতসুবিশির স্টেশন ওয়াগন ব্র্যান্ডের এসইউভিটি এস আলম গ্রুপের।