এশিয়ান শুটিংয়ে বাংলাদেশের ব্রোঞ্জ জয়

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৩ নভেম্বর, ২০২২ at ৯:৩০ পূর্বাহ্ণ

দক্ষিণ কোরিয়াতে অনুষ্ঠিত এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেলে অনূর্ধ্ব-১৮ বছর বয়সী নারীদের বিভাগে উজবেকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জপদক পেল বাংলাদেশ। কোরিয়ার দাগুতে হওয়া এই প্রতিযোগিতায় শনিবার ব্রোঞ্জ নির্ধারণী লড়াইয়ে ১৭-০৫ পয়েন্ট জেতে বাংলাদেশ। দলের হয়ে অংশ নেন সাজিদা হক, মৌমিতা রিয়া ও জাফীরা জ্যোতি। বাছাইয়ে ৬২৩.৪ স্কোর করে সপ্তম হন সাজিদা। দ্বিতীয় রাউন্ডে ২০৬.৯ স্কোর করে ষষ্ঠ হন তিনি। জ্যোতি ৬১৫ স্কোর নিয়ে দশম ও মৌমিতা ৬০৫.১ স্কোর গড়ে ১৫তম হন।

পূর্ববর্তী নিবন্ধস্কুল হকি লিগে মিউনিসিপ্যাল চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধ’৯২ ফিরিয়ে আনতে চান বাবর