এশিয়ান প্রিমিয়ার লিগ অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্টে ব্ল্যাক ডেভিলস ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। গত শনিবার টুর্নামেন্টের ফাইনাল খেলায় ব্ল্যাক ডেভিলস ক্লাব টাইব্রেকারে ৩–১ গোলে হোমস ফিল্ডস ক্লাবকে পরাজিত করে। শুলকবহর ওয়ার্ডের এশিয়ান হাউজিং সোসাইটি মাঠে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাজ্জাদ আলী খান বাহাদুর। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ফরিদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নৌ বাহিনীর লেফটেনেন্ট কমান্ডার মোহাম্মদ আফতাব উদ্দিন, হাউজিং সোসাইটির সভাপতি রফিক উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, চট্টগ্রাম মহানগর যুবলীগ সাবেক সদস্য নেছার আহমেদ, শেখ নাছির আহমেদ, আশরাফুল গনি, দেলোয়ার হোসেন দেলু, মহানগর ছাত্রলীগ সহ–সভাপতি নাজমুল হাসান রুমি, পিএইচপি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, বিএসআরএম কর্মকর্তা সৈয়দ মাহমুদ রিয়াদ, ব্যবসায়ী মো. মোমেনুল ইসলাম। টুর্নামেন্টে আমন্ত্রিত অতিথি ছিলেন মো. তৈয়ব, মো. সাজ্জাদ হোসেন, মো. রিপন আহমেদ, মো. সোহেল, মো. নজরুল, মো. আলমগীর, শাহরিয়ার আরাফাত সম্রাট, ওমর কাইয়ুম পারভেজ, জিয়াউদ্দিন আহমেদ, আনোয়ার ছাফা, হোসাইন মো. এরশাদ, আবু হেনা মোস্তফা কামাল, মো. জসিম উদ্দিন তুষার। পুরস্কার বিতরণের শুরুতে এলাকার কৃতি সন্তান বাংলাদেশ নৌ বাহিনীর লেফটেনেন্ট কমান্ডার মোহাম্মদ আফতাব উদ্দিনকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন আয়োজক কমিটির কর্মকর্তাবৃন্দ। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলার ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন মোহাম্মদ ইমন। টুর্নামেন্টের সেরা গোলদাতা মোহাম্মদ তানিম, সেরা গোলরক্ষক অনিক।