এশিয়ান গ্রুপ স্পোর্টস লিগের ফাইনাল সম্পন্ন

| শুক্রবার , ১৩ জানুয়ারি, ২০২৩ at ১০:৪০ পূর্বাহ্ণ

এশিয়ান গ্রুপ স্পোর্টস লিগের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। বায়েজিদ টেক্সটাইল চত্ত্বরে এশিয়ান গ্রুপ স্পোর্টস কমপ্লেক্সে গত ১১ জানুয়ারি বুধবার সন্ধ্যায় প্রথমে ক্রিকেট ও পরে ফুটবল ফুটসালের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফুটবলের ফাইনাল খেলায় এশিয়ান গ্রুপকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাকিফ আহমদ সালামের টিম ডাফ গ্রুপ। অন্যদিকে ক্রিকেটের ফাইনাল খেলায় এশিয়ান ওরিয়রস গ্রুপকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বেঙ্গল টাইগার্স। এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ রেড ক্রিসেন্টের ট্রেজারার মোহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাছির হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন বিজেএমইএ এর পরিচালক ও ক্লিফটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, এশিয়ান গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চট্টগ্রাম চেম্বারের পরিচালক সাকিফ আহমেদ সালাম, স্পোর্টস লিগের উদ্যোক্তা এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম, আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন এশিয়ান গ্রুপের নির্বাহী পরিচালক খন্দকার বেলায়েত হোসাইন। অনুষ্ঠানে এশিয়ান গ্রুপের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ শুরু
পরবর্তী নিবন্ধঝাঁপিয়ে পড়ে সাকিবকে জড়িয়ে ধরলেন এক তরুণ