গোলাম রব্বানী ছোটনের পদত্যাগের পর প্রধান কোচশূন্য জাতীয় নারী ফুটবল দল। গত সপ্তাহে নেপালের বিপক্ষে দুই ম্যাচের ফ্রেন্ডলি সিরিজে ডাগআউট সামলিয়েছেন দীর্ঘদিন ছোটনের সহকারী হিসেবে দায়িত্ব পালন করা মাহবুবুর রহমান লিটু। এদিকে সেপ্টেম্বর–অক্টোবরে চীনের হ্যাংজুতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ফুটবলের জন্য বাফুফে সাবিনাদের প্রধান কোচ খুঁজছিল। তারা জাপান অথবা কোরিয়া থেকে অভিজ্ঞ কোচ আনার পরিকল্পনাও করেছে। তবে এই অল্প সময়ের মধ্যে তাড়াহুড়ো করে নতুন বিদেশি কোচ নিয়োগ না দিয়ে এশিয়ান গেমস ফুটবলের জন্য দেশের অভিজ্ঞ কোচ সাইফুল বারী টিটুকে দায়িত্ব দিতে যাচ্ছে বাফুফে। বাফুফের একটি সূত্র জানিয়েছে, এশিয়ান গেমসের জন্য তারা সাইফুল বারী টিটুকে দায়িত্বে দিতে যাচ্ছে। এই প্রথম বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান গেমসে খেলবে। এ জন্য গত মঙ্গলবার ২২ সদস্যের চূড়ান্ত দলও ঘোষণা করেছে বাফুফে।












