সদ্য সমাপ্ত এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। যদিও সমর্থকদের প্রত্যাশা ছিল ফাইনাল পৌঁছানো এবং শিরোপা জেতা। সেই প্রত্যাশা পূরণ না করতে পারায় সমর্থকদের কাছে দলের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন জাতীয় দলের টি–টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। এক ফেসবুক পোস্টে তিনি গতকাল লিখেছেন আমরা এবারের এশিয়া কাপে দল হিসেবে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনালে পৌঁছানো এবং শিরোপা জেতা। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা সম্ভব হয়নি। দল হিসেবে আমরা আন্তরিকভাবে দুঃখিত বাংলাদেশের সব উৎসাহী সমর্থকদের কাছে। লিটন নিজে সুপার ফোরের দুটি ম্যাচ খেলতে পারেননি ইনজুরির কারণে । সেই দুই ম্যাচের প্রতিপক্ষ ছিল ভারত ও পাকিস্তান। পরপর দুই দিন দুই ম্যাচ খেলতে নেমে বোলিংয়ে ভালো করলেও ব্যাটিংয়ে ভালো করতে না পারায় হারতে হয়েছে বাংলাদেশকে। দুই ম্যাচেই লিটনের অভাব ছিল স্পষ্ট। তার মতো অভিজ্ঞ একজন ব্যাটার–উইকেটকিপার এবং অধিনায়ক না থাকায় ভুগতে হয়েছে টাইগারদের। ওই দুই ম্যাচ খেলতে না পারার দুঃখ এখনো ভুলতে পারেননি লিটন। সেই ইনজুরির কারণে আসন্ন আফগানিস্তান সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি। সেই কষ্টের কথা তিনি প্রকাশ করেছেন এভাবে। ব্যক্তিগতভাবে বলতে গেলে, ইনজুরির কারণে শেষ দুটি ম্যাচ মিস করা আমার জন্য ভীষণ কষ্টকর ছিল। একই কারণে আসন্ন আফগানিস্তান সিরিজেও আমি খেলতে পারব না। সর্বোচ্চ চেষ্টা করেও সুস্থ হতে পারিনি। এটা আমাকে দীর্ঘদিন তাড়িয়ে বেড়াবে। আশা জাগিয়েও জিততে না পারায় হতাশ হলেও, পুরো আসরে বাংলাদেশ দল সমর্থকদের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছে। সেই সমর্থকদের উদ্দেশে লিটন লিখেছেন টুর্নামেন্ট জুড়ে আপনাদের অগাধ সমর্থনের জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই। একজন ক্রীড়াবিদ হিসেবে আমরা সত্যিই সৌভাগ্যবান, কারণ পৃথিবীর সেরা সমর্থক আমাদের আছে। ইনশাআল্লাহ খুব শিগগিরই আমরা আপনাদের সেই প্রাপ্য আনন্দটা ফিরিয়ে দিতে পারব।