এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি–টোয়েন্টি ফরম্যাটে। আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে সংযুক্ত আরব আমিরাতে। এরই মধ্যে টুর্নামেন্টের ফিকশ্চার চুড়ান্ত করা হয়েছে। আর বাংলাদেশও নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। অবশ্য এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুতি পরখ করার জন্য ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ খেলেবে টাইগাররা। সে লক্ষ্যে গতকাল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে এশিয়া কাপের উদ্দেশ্যে ঘোষিত প্রাথমিক দলের ক্রিকেটারদের অনুশীলন। শুরুতে ছিল ফিটনেস ট্রেনিং। মিরপুরে ট্রেনার নিক লির অধীনে ফিটনেস অনুশীলন শুরু করে ক্রিকেটাররা। এই অনুশীলন চলবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ক্রিকেটারদের ছবিতে দেখা যাচ্ছে, তারা জিমনেসিয়ামে বেশ ঘাম ঝরিয়েছেন প্রথম দিনে।
এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের মূল অনুশীলন শুরু হবে ১৫ আগস্ট থেকে। ওইদিন থেকে মিরপুরের শেরে বাংলায় শুরু হবে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অনুশীলন। পাঁচদিন স্থায়ী হবে এই ক্যাম্প। এরপর টাইগারদের অনুশীলন চলে যাবে সিলেটে। ২০ আগস্ট থেকে সিলেটে শুরু হবে আবাসিক ক্যাম্প।
নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শুরুর আগ পর্যন্ত এই অনুশীলন চলবে লিটন দাসদের। উল্লেখ্য ব্যাটিংয়ে টাইগারদের শক্তি–সামর্থ্য ও দক্ষতা বাড়াতে আগামী ৭ আগস্ট দলে যোগ দেবেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। ছুটি কাটিয়ে ১০ কিংবা ১১ আগস্ট বাংলাদেশে আসবেন হেড কোচ ফিল সিমন্সসহ অন্যান্য কোচিং স্টাফরা। এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রস্তুতিমূলক তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ ৩০ আগস্ট। বাকি দুই ম্যাচ যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।