এশিয়া কাপকে সামনে রেখে স্টার স্পোর্টস তাদের ধারাভাষ্য প্যানেল দিয়েছিল, সেটিতে ছিল না কোনো বাংলাদেশির নাম। অবশেষে সেই প্যানেলে পরিবর্তন এনেছে তারা। বাংলাদেশের শামীম আশরাফ চৌধুরীকে যুক্ত করা হয়েছে সংশোধিত প্যানেলে। নতুন ঘোষিত প্যানেলে ইংরেজি ধারাভাষ্যে আছেন রবি শাস্ত্রী, ওয়াসিম আকরাম, গৌতম গম্ভীর, ওয়াকার ইউনুস, মারভান আতাপাত্তু, অ্যান্ডি ফ্লাওয়ার, দীপ দাশগুপ্তা, বাজিদ খান, আমির সোহেল, ডমিনিক কর্ক, সঞ্জয় মাঞ্জরেকার, রোশান আবিসিঙ্গে এবং শামীম চৌধুরী।












