এশিয়া কাপের জন্য দল ঘোষণার শেষ সময় আগামী ১২ আগস্ট। তার আগেই এশিয়া কাপ এবং আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যেখানে দুই বছরেরও বেশি সময় পর দলে ফিরেছেন ফাহিম আশরাফ। তবে গত জানুয়ারিতে ওয়ানডের সহ–অধিনায়ক নির্বাচিত হওয়া শান মাসুদ বাদ পড়েছেন দল থেকে। কদিন আগে দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের প্রধান নির্বাচক হওয়া ইনজামাম–উল–হকের ঘোষিত প্রথম দল এটি। লাহোরে গতকাল বুধবার ১৮ সদস্যের দল ঘোষণা করেন তিনি। টেস্ট ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সে ওয়ানডে দলে ফিরেছেন সাউদ শাকিল। এশিয়া কাপে দল নেমে আসবে ১৭ জনে। দলে ফিরেছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা তৈয়ব তাহির। সামপ্রতিক সময়ে টেস্ট ও টি–টোয়েন্টি খেলা ফাহিম সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২১ সালের জুলাইয়ে ইংল্যান্ড সফরে। পাকিস্তানের হয়ে ৩১ ওয়ানডে খেলে ২৩ উইকেট নেওয়ার পাশাপাশি ২১৮ রান করেছেন তিনি। শাকিল পাঁচ ওয়ানডের সবশেষটি খেলেছেন গত বছরের মার্চে লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে। গত মাসে শ্রীলঙ্কা সফরে টেস্টে ডাবল সেঞ্চুরি করেন তিনি। এশিয়া কাপে পাকিস্তানের প্রথম ম্যাচ ৩০ অগাস্ট মুলতানে নেপালের বিপক্ষে।
পাকিস্তান ওয়ানডে দল : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফখর জামান, আবদুল্লাহ শফিক, ইমাম–উল–হক, সাউদ শাকিল, সালমান আলি আঘা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, উসামা মির, হারিস রউফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, তাইয়ুব তাহির, মোহাম্মদ হারিস, ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম।