এশিয়ান গ্রুপ প্রতিষ্ঠাতা আবু তাহের সওদাগর স্মরণে ফ্রি চিকিৎসা ক্যাম্প

| শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৩৭ পূর্বাহ্ণ

বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, এশিয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের সওদাগরের স্মরণে মোহরা এটি এস ক্লিনিকে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এশিয়ান গ্রুপের অর্থায়নে, লায়ন আই ইনস্টিটিউট এন্ড হসপিটাল ও ইনার হুইল ক্লাব অফ সিকুইনের উদ্যোগে এতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা, চশমা, ওষুধ ও খাদ্য বিতরণ করা হয়। একইসাথে শতাধিক রোগীকে ফ্রি সানি চিকিৎসার জন্য মনোনয়ন করা হয়।

গতকাল শুক্রবার ফ্রি চিকিৎসা ক্যাম্পে অতিথি ছিলেন ইনার হুইল ক্লাবের সভাপতি ফারহানা হক, আইএসও ইসরাত জাহান ঝুমু, সহসভাপতি সোমা আলম, সদস্য শাহেদা সালাম, লুৎফুন্নেছা, রওশন জাহান, সেলিনা খানম, মিলি মোরশেদা প্রমুখ। উপস্থিত ছিলেন লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটালের ডা. অভিক দে ইমু, রেজাউল করিম সিকদার, ডা. রুপাইদা রশিদ, অপটোমেট্রিকস আলাউদ্দিন, ক্যাম্প কোঅর্ডিনেটর জসিম উদ্দিন, মোহরা এটিএস ক্লিনিকের ডা. বিপ্লব বিজয় বিশ্বাস, ডা. অনুরাধা বিশ্বাস, ডা. সোহেল আরমান, নার্স তাইমুদ, জেসি, জুলিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধঈমানের দাবি পূরণে আপনজনের অসুস্থতার মতই পেরেশান হতে হবে