গতকাল থেকে শ্রীলংকার রাজধানী কলম্বোতে শুরু হয়েছে নবম ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব–২১ এবং সিনিয়র সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা। একই সাথে অনূর্ধ্ব–১৪ সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা এবং একেএফ রেফারী এবং কোচেস পরীক্ষা অনুষ্টিত হবে কলম্বোতে। এইসব প্রতিযোগিতা এবং প্রশিক্ষনে অংশ নিতে বাংলাদেশ থেকে যাচ্ছে ২৮ সদস্যের দল। আর সে দলের দলনেতা মনোনীত হয়েছেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক শাজাদা আলম। দীর্ঘ দিন ধরে বাংলাদেশ কারাতে ফেডারেশনের নানা দায়িত্ব পালন করা শাহজাদা আলম গত বছরের ৫ আগস্টের পট পরিবর্তনের পর বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতির দায়িত্ব লাভ করেন। তার নেতৃত্বে প্রথমবারের মত সাউথ এশিয়ান কারাতের নানা ইভেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ দল।