এলেবেলে ছড়া

জসীম মেহবুব | বুধবার , ২৯ নভেম্বর, ২০২৩ at ১০:১১ পূর্বাহ্ণ

বিল্লিটা ঘুমিয়েছে চালে,

দাঁড়কাক বসেছিল ডালে।

শালিকটা ঘষছিল ঠোঁট,

দোয়েলেরা হলো একজোট।

খালেবিলে বক সাদা সাদা,

দুই পায়ে লেগে আছে কাদা।

মাছরাঙা বসে আছে ঠায়,

ঠোঁটে মাছ, পিটপিট চায়।

ব্যাঙগুলো ডাকে ঘ্যাঙঘ্যাঙ,

কাছিমেরা মেলে আছে ঠ্যাঙ।

ছিপ ফেলে মাছ ধরে খোকা,

মাছেরা বড়ই বোকাসোকা।

ঘাটলায় বসে আছে দাদু,

পুকুরের মাছ সুস্বাদু।

তাই খোকা মাছ ধরে ধরে

আনন্দে ডুলাটায় ভরে।

পূর্ববর্তী নিবন্ধঘুমের পাটে আড়ি
পরবর্তী নিবন্ধমায়াবী হেমন্ত