সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে এলিট পেইন্ট আর সি এবং আবেদীন ক্লাব নিজ নিজ খেলায় জয় পেয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় এলিট পেইন্ট ৪ উইকেটে বক্সিরহাট ইয়ং মেন্স ক্লাবকে পরাজিত করে। টসে জিতে এলিট পেইন্ট ফিল্ডিং করতে নামে। প্রথমে ব্যাট করতে নেমে বক্সিরহাট ২৭ ওভার খেলে ৭৫ রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে অতিরিক্ত ২২ থেকে। এছাড়া এরশাদুল ইসলাম অপরাজিত ১৪, সাকিবুল হোসেন ১১ এবং হাফিজুর রহমান ১০ রান করেন। এলিট পেইন্টের মিনহাজুল ইসলাম ৩টি,শহীদ আল মাহাদী এবং মেহেরাজ হোসেন ২টি করে উইকেট নেন। জবাবে এলিট পেইন্ট ২৬.২ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ৭৭ রানতুলে নেয়। দলের পক্ষে মাহিন বিল্লাহ ১৮, এস এম শাওন ১৪ ও রাসেল ১১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৫ রান। বক্সিরহাটের পক্ষে এরশাদুল ইসলাম এবং মুনতাসির ফারাবি ২টি করে উইকেট নেন। মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় আবেদীন ক্লাব ৯ উইকেটে কল্লোল সংগ্র গ্রীনকে পরাজিত করে। টসে জিতে কল্লোল প্রথমে ব্যাট করতে নামে। ৩০.১ ওভার খেলে তারা ৬৭ রানে অলআউট হয়। ৯ নম্বর ব্যাটার ইয়াসিন আরাফাত সর্বোচ্চ ১৪ রান করেন। বাকিরা দ্বি–অংকের ঘরে পৌঁছাতে পারেননি। অতিরিক্ত রান হয় ১০। আবেদীন ক্লাবের হাসান মো. সাইমন এবং সিরাজ জামাল ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট পান মোহাম্মদ সাকিব। জবাবে আবেদীন ক্লাব ১৩.৫ ওভার খেলে ১ উইকেটে ৭০ রান তুলে নেয়। ওপেনার সাকিব কোন রান না করে আউট হয়ে গেলেও মোহাম্মদ অলি উদ্দিন ৫১ রানে অপরাজিত থাকেন। নুরুজ্জামান ইমরান অপরাজিত ছিলেন ১০ রানে। অতিরিক্ত রান হয় ৯।