এলপিজির উন্নয়নে সুষ্ঠু নীতিমালা প্রণয়ন জরুরি

মাহফুজুল হক শাহ

| শনিবার , ১ মে, ২০২১ at ৬:২৭ পূর্বাহ্ণ

দেশের ভবিষ্যৎ জ্বালানির একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে গড়ে উঠছে এলপিজি। জ্বালানির সমস্যা সমাধানে এলপিজি যাতে অবদান রাখতে পারে সেজন্য একটি সুষ্ঠু নীতিমালা প্রয়োজন। পাশাপাশি এলপিজির বিপণন ব্যয় কমানোর জন্য আগামী ২০২১-২২ অর্থবছরে পদক্ষেপ নেওয়া দাবি জানিয়েছেন চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক ও বিন হাবিব গ্রুপের উপদেষ্টা মাহফুজুল হক শাহ। এ ব্যবসায়ী নেতা বলেন, সাম্প্রতিক সময়ে দেশে নগর ছাড়িয়ে গ্রামেগঞ্জেও জ্বালানি হিসেবে জনপ্রিয়তা পেয়েছে এলপিজি। দিন দিন চাহিদা ও ব্যবসায়ের পরিসর বাড়লেও জ্বালানিখাতে সুষ্ঠু এলপিজি নীতির অভাব রয়েছে। ভোক্তারা যাতে সুলভ মূল্যে গ্যাস ব্যবহার করতে পারেন এবং ব্যবসায়ীরাও যাতে সুন্দরভাবে এই সেক্টরকে এগিয়ে নিতে পারেন সেই লক্ষ্যে এবং নতুন নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটে সংষ্কারমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। বাজেটে এমন পদক্ষেপ নিতে হবে, সম্প্রসারণশীল খাতটি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, যাতে ব্যবসাবান্ধব হয়। ইতোমধ্যে আমরা জাতীয় রাজস্ব বোর্ডসহ ব্যবসায়ী সংগঠনগুলোকে এলপিজির বিষয়ে প্রস্তাবনা তুলে ধরেছি।
এলপিজি বিপণনের ক্ষেত্রে ভ্যাট সহনীয় পর্যায়ে আনতে হবে। এলপিজি খাতের লাইসেন্সিং যে জটিলতার রয়েছে, তা দূর করতে হবে। বিশেষ করে, বিস্ফোরক অধিদপ্তর, পেট্রোলিয়াম কর্পোরেশন, বিইআরসিহ অনেকগুলো প্রতিষ্ঠানে দৌড়ঝাঁপ করতে হয়। তাই উদ্যোক্তাদের হয়রানি লাগবে জ্বালানি মন্ত্রণালয় থেকে এলপিজি খাতের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করা প্রয়োজন।

পূর্ববর্তী নিবন্ধবাল্ক এলপিজি ডিস্ট্রিবিউশনে কোটা পদ্ধতি চালু করতে হবে
পরবর্তী নিবন্ধএলপিজির ভ্যাট সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে হবে