এলপি গ্যাসের দাম কমল ১৯ টাকা

| সোমবার , ৫ মে, ২০২৫ at ১০:২৯ পূর্বাহ্ণ

ভোক্তা পর্যায়ে মে মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানো হয়েছে। প্রতি ১২ লিটার সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫০ টাকা থেকে ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল রোববার বিকালে এক সংবাদ বিবৃতিতে নতুন এ মূল্যের ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য গতকাল সন্ধ্যা থেকে কার্যকর হয় বলে বিবৃতিতে জানানো হয়। খবর বাংলানিউজের।

এলপিজি গ্যাসের পাশাপাশি অটোগ্যাসের দামও কমেছে। ভোক্তা পর্যায়ে গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম ৬৬ টাকা ৪১ পয়সা থেকে ৮৪ পয়সা কমিয়ে ৬৫ টাকা ৫৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

গত এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে নির্দেশনা জারি করেছিল বিইআরসি। গত মার্চ মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এছাড়া ফেব্রুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ হাজার ৪৭৮ টাকা।

পূর্ববর্তী নিবন্ধচেক প্রতারণা মামলায় সাজা, ওয়ারেন্টভুক্ত ব্যবসায়ী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপ্রকৃতিতে শামুকখোলের টিকে থাকা