লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এলডিপির উদ্যোগে কোর্টহিলে গত ২৬ অক্টোবর সন্ধ্যায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর আহ্বায়ক সৈয়দ গিয়াস উদ্দিন আলম। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা এলডিপির সভাপতি অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা এলডিপির সাধারণ সম্পাদক এস এম নিজাম উদ্দিন হারুন, কেন্দ্রীয় সদস্য ফজলুল কাদের তালুকদার, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল। মহানগর আহবাযক কমিটির সদস্য দোস্ত মোহাম্মদের পরিচালনায় বক্তব্য রাখেন, মহানগর এলডিপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম আবুল হোসেন আবু, দক্ষিণ জেলা গণতান্ত্রিক যুবদলের আহ্বায়ক একরাম হোসেন, মহানগর গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. আজহারুল ইসলাম অপু, স্বেচ্ছাসেবকদল মহানগর সভাপতি বি এম সাইদুল হক, নাছির উদ্দিন, মোহাম্মদ করিম, আব্দুল্লাহ আল নোমান, মো. মোস্তফা, মোজাম্মেল, মারুফ, মো. মজিদ, দেলোয়ার, ইউসুপ প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।