এলডিপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রাখবে

পটিয়ায় এলডিপির কর্মী সমাবেশে এয়াকুব আলী

| শনিবার , ১১ অক্টোবর, ২০২৫ at ১১:০৩ পূর্বাহ্ণ

পটিয়ায় লিবারেল ডেমোক্রেটিক পার্টিএলডিপির প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার হরিনখাইন ইউনিয়নে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম এয়াকুব আলীর গ্রামের বাড়িতে এ প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়।

পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সঞ্চালনায় পটিয়া উপজেলা ও পৌরসভা এলডিপি এবং অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম এয়াকুব আলী। প্রধান অতিথির বক্তব্যে এম এয়াকুব আলী বলেন, দেশের মানুষ আজ ন্যায়ের শাসন, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অপেক্ষা করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে। এই নির্বাচনে এলডিপি জনগণের পাশে থেকে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, পটিয়া পৌরসভা এলডিপির যুগ্ম আহবায়ক গাজী আমির হোসেন, সদস্য সচিব মুজিবুর রহমান, গণতান্ত্রিক শ্রমিকদলের দক্ষিণ জেলা আহবায়ক আবু সৈয়দ, গণতান্ত্রিক যুবদল পটিয়া উপজেলা আহবায়ক দিদারুল আলম এবং সদস্য সচিব নুরুল আলম। এছাড়া বক্তব্য রাখেন এলডিপি নেতা আবদুর রশিদ, নুরুল আলম, নাদেরুজ্জামান, মো. মামুন, এরশাদ, খোরশেদ আলম, জাকারিয়া, সেলিম উদ্দিন, নুরুল হুদা, হারুনুর রশিদ, রঞ্জন ভট্টাচার্য, আলমগীর, শাহ আলম, সাইফুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্রদল নেতা নেওয়াজ উদ্দিন ও রাকিব চৌধুরী প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে এলডিপির কর্মপরিকল্পনা ও আগামী ৩১ অক্টোবর এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সাংগঠনিক শক্তি প্রদর্শন করার জন্য দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহারুয়ালছড়িকে উত্তর ফটিকছড়ি উপজেলায় অন্তর্ভুক্তির প্রতিবাদ
পরবর্তী নিবন্ধআজ হযরত শাহ সুফি গিয়াস উদ্দিন আল মাইজভাণ্ডারীর ওরশ