এলএনজি পরিবহনের জন্য ছয়টি বড় আকারের ট্যাংকার কিনছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। প্রায় ১০ হাজার ৬০২ কোটি টাকায় এই ট্যাংকারগুলো কেনা হচ্ছে বলে গতকাল বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। যে ট্যাংকারগুলো কেনা হচ্ছে, তার মধ্যে এক লাখ ৪০ হাজার ঘন মিটার ধারণ ক্ষমতার দুটি, এক লাখ ৭৪ হাজার ঘন মিটার ধারণ ক্ষমতার দুটি এবং এক লাখ ৮০ হাজার ঘন মিটার ধারণ ক্ষমতার দুটি। বৃহস্পতিবার নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভায় বিএসসির এলএনজি ট্যাংকার ছয়টি কেনার বিষয়টি ওঠে। শিল্পের কাঁচামাল গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে ২০১৮ সালে মহেশখালী উপকূলে ভাসমান এলএনজি টার্মিনাল বসিয়ে এলএনজি আমদানি শুরু করে বাংলাদেশ। প্রাকৃতিক গ্যাসকে শীতলীকরণের মাধ্যমে যখন তরলে পরিণত করা হয়, তখন তাকে এলএনজি বলে। খবর বিডিনিউজের। দেশে বর্তমানে প্রতিদিন ৩৬শ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে বিভিন্ন গ্যাস ক্ষেত্র থেকে সর্বোচ্চ ২৭৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হচ্ছে। ফলে ঘাটতি থেকে যাচ্ছে বলে বিদেশ থেকে এলএনজি আমদানির পথ বেছে নিয়েছে সরকার।