এলআইইউপিসি প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

| বুধবার , ১২ জুন, ২০২৪ at ৮:১৯ পূর্বাহ্ণ

চসিক এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এলআইইউপিসি গত পাঁচ বছরে প্রায় সাড়ে ৩ লক্ষ দুস্থ পরিবারকে স্বাস্থ্য সম্মত পরিবেশে বসবাসের সুযোগ করে দিয়েছে।

গতকাল মঙ্গলবার নগরীর থিয়েটার ইনস্টিটিউ হলে এলআইইউপিসি প্রকল্পের উদ্যোগে অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে চসিক ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম একথা বলেন।

ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর ছালেহ্‌ আহমদ চৌধুরী, বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী জয়। বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মো. গোলাম মোরশেদ, অজয় ব্রায়েন এন্থনি, কোহিনুর আক্তার, নিলুফার আক্তার ও নুর আক্তার।

স্বাগত বক্তব্য রাখেন সারোয়ার হোসেন খান। ভারপ্রাপ্ত মেয়র বলেন, চসিকের সহযোগিতায় ২২টি ওয়ার্ডে ৫ লক্ষ জনগনের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে এলআইইউপিসি। বিশেষ করে দরিদ্র নারীদের আর্থসামাজিক উন্নয়নে ৪০ হাজার পরিবারকে বিভিন্ন ধরণের অনুদান প্রদান করা হয়ছে। এর মধ্যদিয়ে দুস্থরা অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে এবং প্রকল্পের এ ধরনের কার্যক্রম মানুষকে দরিদ্র অবস্থা থেকে বের করে আনতে বিশেষ ভূমিকা রাখবে। ইতোমধ্যে তারা স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ার লক্ষ্যে দরিদ্র বসতি এলাকায় রাস্তা, ড্রেন, ফুটপাত, লেট্রিন, গোলসখানা, ডিপ টিউবওয়েল, সড়কবাতিসহ অবকাঠামো এবং পরীক্ষামূলকভাবে একটি পানি শোধণ ব্যবস্থা নির্মাণ করেছে। তিনি প্রকল্পের মেয়াদ বৃদ্ধিসহ নগরীর অন্যান্য ওয়ার্ডকে প্রকল্পে অন্তর্ভূক্ত করার পরামর্শ দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ মহড়া
পরবর্তী নিবন্ধভোটার নিবন্ধনে জনপ্রতিনিধিদের সজাগ থাকতে হবে