চট্টগ্রাম নগরীর দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসায় সেকেন্ড টার্মিনাল পরীক্ষায় এ+ প্রাপ্তদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মাদ্রাসার চেয়ারম্যান আবুল বশর আবুর সভাপতিত্বে ও মাওলানা এম সোলাইমান কাসেমীর সঞ্চালনায় ১ অক্টোবর ১১টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ কমিশনার মোঃ মাহফুজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা ট্রাস্টের সেক্রেটারি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শফি উল্লাহ কুতুবী, মাদ্রাসার ভাইস–চেয়ারম্যান ও একাডেমিক এডভাইজার মাওলানা এনামুল হক মাদানী, জয়েন্ট সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা নুরুল আলম ফারুকী ও অধ্যক্ষ হাফেজ মাওলানা মুহাম্মদ ইবরাহীম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ দিদার রশীদ প্রমুখ। বক্তব্য রাখেন মাওলানা রহিম উল্লাহ, মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম সাঈদ, মাস্টার শাহাদাত হোসেন, মাস্টার যাইনুল মোস্তফা, মাওলানা ইমতিয়াজ হোসাইন, মাওলানা খোবাইব নূর, মাওলানা ফোরকান উদ্দিন, হাফেজ শামীমুল হক আদিল, হাফেজ ইয়াছিন আরাফাত, আনোয়ার হোসেন, শোয়াইব উল্লাহ, আসমাউল হোসনা, তাসনিম নুরুল রণি, মরিয়ম আক্তার, জাফরিন আজাদ, সামরিনা হাসান প্রমুখ। পুরস্কার বিতরণ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল আলম ফারুকী। প্রেস বিজ্ঞপ্তি।