এরাবিয়ান লিডারশিপ মাদরাসার হিফজুল কুরআন বিভাগের পাগড়ি প্রদান অনুষ্ঠান ও মতবিনিময় সভা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার।
শিক্ষাবিদ মুসলিম উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা এম সোলাইমান কাসেমীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিদ্যালয়ের প্রফেসর ড. মুহাম্মদ মোস্তফা কামিল মাদানী। উদ্বোধনী বক্তব্য রাখেন শিক্ষাবিদ মাওলানা এনামুল হক সিরাজ মাদানী। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন চসিক ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ সাইফু, মানবাধিকার সংগঠক লায়ন সেতারা গাফ্ফার চৌধুরী, মাদরাসার জয়েন্ট সেক্রেটারি জসিম উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা কাজী মুহাম্মদ গিয়াস উদ্দিন, নুর মোহাম্মদ, লায়ন আব্দুল গাফ্ফার চৌধুরী ও মোহাম্মদ ফরিদুদ্দিন। বক্তব্য রাখেন আমির হোসেন, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা মোহাম্মদ তৈয়্যব, মাস্টার শাহাদাত হোসাইন, হাফেজ তৌহিদুল ইসলাম, হাফেজ মোহাম্মদ ইয়াহিয়া, হাফেজ মিজানুর রহমান, আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ৮ জন হিফজ সম্পন্নকারী হাফেজকে পাগড়ি ও সম্মাননা প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।