এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসার নবীন বরণ অনুষ্ঠান

| শনিবার , ২৭ জানুয়ারি, ২০২৪ at ৯:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসার নবীন বরণ অনুষ্ঠান ২৫ জানুয়ারি সকাল ১১টায় মাদ্রাসা ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দিদারুল আলমের সভাপতিত্বে ও মাস্টার শাহাদাত হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মাওলানা এম সোলাইমান কাসেমী। নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা ট্রাস্টের সিনিয়র সহসভাপতি সভাপতি লায়ন আবদুল গাফফার চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন মাদ্রাসার কার্যনির্বাহী পরিষদের সদস্য মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ এনামুল হক মাদানী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, শিক্ষা পরিচালক মাওলানা মোহাম্মদ তৈয়ব, মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন, মাওলানা মুহাম্মদ রহিম উল্লাহ, মাস্টার জাইনুল মোস্তফা, মাওলানা ইরফান নোমান, মাওলানা জিয়া উদ্দিন আরিফ, মোহাম্মদ আনোয়ার হোসেন, ফোরকান সরওয়ার, মাওলানা মোহাম্মদ ইমরানুল হক সাঈদ, আসমাউল হুসনা, আমিনা খানম, আছফিয়া সোলতানা, তাসনিম নুরুল রণি, মরিয়ম আক্তার প্রমুখ। পরিশেষে মাদ্রাসায় ও ক্লাসে সর্বোচ্চ উপস্থিতির পুরস্কার প্রদান, দোয়ামোনাজাত ও নাস্তা বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে পাগলা কুকুরের কামড়ে চৌকিদার আহত
পরবর্তী নিবন্ধবুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসায় সবকদান অনুষ্ঠান