এরা নায়ক নায়িকা এরা

ডা. প্রণব কুমার চৌধুরী | বৃহস্পতিবার , ২৫ জুলাই, ২০২৪ at ১১:২৬ পূর্বাহ্ণ

ভালোবাসার শোর উঠেছে,‘ভালোবাসা খই’ বেবাক মুখে

প্রিন্টিং প্রেসে কালিকলমে দিস্তা দিস্তা ভলোবাসা

তালতেঁতুলও গাছেপাতায় অতোশতো না ফলেছে।

মধুপ গুঞ্জন

আমি তোমায় সবার চেয়ে ভালোবাসি

বুকের খাঁচা ছিঁড়ে দেখাতে পারি

চলো না কস্তুরী গা ঘেষে

সুদূরেকাছে মৌসুমি পাখি ঘুরে আসি’।

দুষ্টু কোকিল নষ্ট গানে মাংসল প্রেম

ধর্মে আছে জিরাফে আছে

সমাজ আদর্শ পূতঃচন্দনএরা নায়ক নায়িকা এরা।

জন্মান্তরে কেউ কি কেবল একজনের হয়

হা রে বোকা,

বইপাড়া এই ফাস্টফুড শপ

কে বলেছে তারুণ্যক্ষয়?

একি মোহ একি মায়া

একি বিদুর ভালোলাগা ভালোবাসা!

যুগঅভিধান পৃষ্টা ফুঁড়ে চশমা খুঁজে বেড়াই চষে,

স্বাধীনতার রক্তসুর্য দুলছে ঢেউয়ে সাগর জলে

চাঁদজোছনায় ফিরিয়ে মুখবাঁশির সুরে দু’কান ঢেকে।

পূর্ববর্তী নিবন্ধতোমার জন্য
পরবর্তী নিবন্ধমৌতাত বর্ষা